কোন কোন কাজে নিয়ত করবে ।
কোন কোন কাজে নিয়ত করবে সকল কাজের শুরুতেই নিয়ত করা সুন্নাত, কারণ সঠিক নিয়তের কারণেই কাজটি করে অনেক সাওয়াব লাভ করা যায়। ঘুমানো, খাওয়া, কাজ করা এবং অন্যান্য বৈধ কাজগুলো আল্লাহর আনুগত্যের কাজ এবং তাঁর নৈকট্যের উপায় হতে পারে। একজন মু'মিন-মুসলমান বান্দা হিসেবে আপনার এইসব কার্যাবলীর জন্য আপনি অনেক সাওয়াব লাভ করতে পারেন, যখন আপনি এগুলো করার সময় আল্লাহর নৈকট্য অর্জনের নিয়্যত করেন। যেমন আপনি যদি তাড়াতাড়ি ঘুমাতে যান এই নিয়্যতে যে, আপনি যেন ক্বিয়ামুল লাইল অথবা ফজরের নামাযের জন্য জাগতে পারেন, তাহলে আপনার সারারাতের ঘুমটি ইবাদতে পরিণত হবে। এটি সকল বৈধ কাজের ক্ষেত্রেই প্রযোজ্য । ঘুমোতে যাওয়ার আদব ১। পবিত্র অবস্থায় ওযু করে বিছানায় যাওয়া সুন্নাত এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সা. এর হাদীস عن البراء بن عازب رضي الله عنه قال أن رسول اللہ صلی اللہ علیہ وسلم، قال: " إذا أخذت مضجعك، فتوضأ وضوءك للصلاة.. “হযরত বারা বিন আযেব রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেন, যখন তুমি ঘুমানোর ইচ্ছা করো তখন নামাযের ওযুর ন্যায় ওযু করো।” ২। ডান কাতে শয়ন করা সুন্নাত এ প্রসঙ্গে রাসূলুল্লাহ